★★★
কোন কোন হক স্ত্রীকে আদায় করতে
হবে?
১/ সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা
করা।
২/ স্বামীর সাথে অসংযত আচরণ না
করা,স্বামীকে কষ্ট না দেওয়া।
৩/ শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর
আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী
কাজে অপারগতা তুলে ধরা এবং
স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা।
৪/ প্রয়োজনের অতিরিক্ত ভরণ-পোষণ
দাবি না করা।
৫/পর-পুরুষের সাথে কোন ধরনের সম্পর্ক
না রাখা।
৬/স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে
ঢোকার অনুমিত না দেওয়া।
৭/ অনুমতি ছাড়া ঘর থেকে বের না
হওয়া।
৮/ স্বামীর সম্পদ হেফাজত করা। অনুমতি
ছাড়া সেখান থেকে কাউকে কোন
কিছু না দেওয়া।
৯/ স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত
নফল নামাজে মশগুল না
থাকা,অতিরিক্ত নফল রোজা না
রাখা।
১০/ স্বামী মেলামেশার জন্য আহবান
করলে শরীয়ত সম্মত কোন ওজর না
থাকলে আপত্তি না করা।
১১/ স্বামীর আমানত হিসেবে নিজের
ইজ্জত আব্রু হেফাজত করা,কোন ধরনের
খেয়ানত না করা।
১২/ স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার
কারণে তাকে তুচ্ছ না করা।
১৩/ স্বামীকে কোন গুনাহের কাজ
করতে দেখলে আদবের সাথে,সম্মানের
সাথে,নরম মেজাজে তাকে
বোঝানো এবং তাকে বিরত রাখা।
১৪/ স্বামীর নাম ধরে না ডাকা।
১৫/ কারো কাছে স্বামীর দোষ-ত্রুটি
বর্ণনা না করা।
১৬/ শ্বশুর-শাশুরিকে সম্মানের পাত্র মন
করা,তাদেরকে শ্রদ্ধা করা,ঝগড়া-
বিবাদ কিংবা অন্য কোন উপায়ে কষ্ট
না দেওয়া।
১৭/সন্তানদের লালন পালনে অবহেলা
না করা।
আল্লাহ-তায়ালা আমাদের মা-বোন
এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীদেরকে
এই গুন গুলোতে গুণান্বিত হওয়ার
তৌফিক দান করুন আমিন।
0 Comments