আশা করি ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আসছে ২০শে মে রোজ বৃহস্পতিবার রাবেয়া বাহার দারুল উলুম মহিলা মাদরাসায় ভর্তি শুরু হচ্ছে।
## ইহা বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনি শিক্ষা প্রতিষ্ঠান।
মাদরাসাটি সখিপুর প্রাণকেন্দ্র গড়গোবিন্দ পুর, জামতলায় অবস্থিত।
মাদরাসার বৈশিষ্ট্য:
★এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পাঠদান।
★ অমনোযোগী ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী করে তোলা ।
★ বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা নেওয়া হয়।
★শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি ছড়িয়ে পরেছে ।➶➶
বিভাগ সমুহ: নূরানি,মক্তব, হিফজ ও কিতাব বিভাগ ইবতেদায়্যাহ হতে দাওরা হাদীস (মাস্টার্স) সমমান।
সুতরাং নিরিবিলি ও মনোরম পরিবেশে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের জানাই স্বাগতম। অতএব দেরি না করে ঘুরে আসুন আমাদের দ্বীনি প্রতিষ্ঠানে।
যোগাযোগ:
প্রিন্সিপাল
01709-064929
সহকারী প্রিন্সিপাল
01715-728290
শিক্ষাসচিব
01762-462792
0 Comments