আপডেট নিউজ

4/recent/ticker-posts

Header Ads Widget

ভর্তি বিজ্ঞপ্তি

 আসসালামু আলাইকুম!

আশা করি ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আসছে ২০শে মে রোজ বৃহস্পতিবার রাবেয়া বাহার দারুল উলুম মহিলা মাদরাসায় ভর্তি শুরু হচ্ছে।

## ইহা বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ দীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মাদরাসাটি সখিপুর প্রাণকেন্দ্র গড়গোবিন্দ পুর, জামতলায় অবস্থিত।

মাদরাসার বৈশিষ্ট্য:

★এক ঝাঁক নবীন ও প্রবীন শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পাঠদান।

★ অমনোযোগী ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী করে তোলা ।

★ বিশেষ কোচিং, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা নেওয়া হয়।

★শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে বাংলাদেশে গৌরবোজ্জ্বল অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এর খ্যাতি ছড়িয়ে পরেছে ।➶➶

বিভাগ সমুহ: নূরানি,মক্তব, হিফজ ও কিতাব বিভাগ ইবতেদায়্যাহ হতে দাওরা হাদীস (মাস্টার্স) সমমান। 

সুতরাং নিরিবিলি ও মনোরম পরিবেশে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের জানাই স্বাগতম। অতএব দেরি না করে ঘুরে আসুন আমাদের  দ্বীনি প্রতিষ্ঠানে।

যোগাযোগ: 

প্রিন্সিপাল 

01709-064929

সহকারী প্রিন্সিপাল 

01715-728290 

শিক্ষাসচিব

01762-462792

Post a Comment

0 Comments