সহজে কুরআন হিফয করার বিশেষ আমল করুন
একবার হযরত আলী (রাঃ)
নবীজীর দরবারে এসে আরয
করলেন ইয়া রাসূলুাল্লাহ! আমার
মাত-পিতা আপনার প্রতি কুরবান
হোক। আমি কুরআনের যতটুকু
পড়ি তা মনে থাকে না,
ভুলে যাই। উত্তরে রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বললেন।
হে আলী!
আমি তোমাকে এমন একটি আমল
শিক্ষা দিব যা আমল
করলে তুমি যাই পাঠ কর
তা ভুলবে না, সব তোমার
হৃদয়পটে অংকিত হয়ে থাকবে।
অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াল্লাম ইরশাদ
করেন। বৃহঃবার দিবাগত
রাত্রে শেষাংশে উঠে চার
রাকাত নামায পড়বে। শেষ
রাত্রে দোয়া কবুল হওয়ার সময়।
শেষ
রাত্রে না উঠতে পারলে প্রথমাংশে
পড়লেও হবে। চার রাকাত
নামাযের প্রথম
রাকাতে সুরা ইয়াসিন পড়বে,
দ্বিতীয় রাকাতে সুরা দুখান
পড়বে, তৃতীয় রাকাতে সুরা আলীফ
লাম মীম সিজদাহ পড়বে। আর
চতুর্থ রাকাতে সুরা মুলক পড়বে।
নামাযান্তে দীর্ঘক্ষন আল্লাহ
তা’য়ালার হামদ ও ছানা পাঠ
করব্ েরাসুলের প্রতি দুরুদ ও
সালাম পাঠ করবে, দু’য়ার
মধ্যে সমগ্র মুসলিম
জাতিকে শামিল করব্ েআর
নিজের অতীত আত্মীয়ের জন্য
দু’য়া করবে। এর পর নিম্মোক্ত
দু’য়া পাঠ করবে।
হযরত আী (রাঃ) কে শিখানো দু’আ
ﺍﻟﻠﻬﻢ ﺍﺭﺣﻤﻨﻰ ﺑﺘﺮﻙ ﺍﻟﻤﻌﺎﺻﻰ
ﺍﺑﺪﺍﻣﺎﺍﺑﻘﻴﺘﻨﻰ ﻭﺍﺭﺣﻤﻨﻰ ﺍﻥ
ﺍﺗﻜﻠﻒ ﻣﺎﻻ ﻳﻌﻨﻴﻨﻰ ﻭﺍﺭﺯﻗﻨﻰ
ﺣﺴﻦ ﺍﻟﻨﻈﺮ ﻓﻴﻤﺎ ﻳﺮﺿﻴﻚ ﻋﻨﻰ
ﺍﻟﻠﻬﻢ ﺑﺪﻳﻊ ﺍﻟﺴﻤﻮﺍﺕ ﻭﺍﻻﺭﺽ
ﺫﺍﺍﻟﺠﻼﻝ ﻭﺍﻻﻛﺮﺍﻡ ﻭﺍﻟﻌﺰﺓ ﺍﻟﺘﻰ
ﻻﺗﺮﺍﻡ ﺍﺳﺌﻠﻚ ﻳﺎ ﺍﻟﻠﻪ ﻳﺎﺭﺣﻤﻦ
ﺑﺠﻼﻟﻚ ﻭﻧﻮﺭ ﻭﺟﻬﻚ ﺍﻥ ﺗﻠﺰﻡ
ﻗﻠﺒﻰ ﺣﻔﻆ ﻛﺘﺎﺑﻚ ﻛﻤﺎ ﻋﻠﻤﺘﻨﻲ
ﻭﺍﺭﺯﻗﻨﻰ ﺍﻥ ﺍﻗﺮﺃﻩ ﻋﻠﻲ ﻧﺤﻮ
ﺍﻟﺬﻯ ﻳﺮﺿﻴﻚ ﻋﻨﻰ ﺍﻟﻠﻬﻢ ﺑﺪﻳﻊ
ﺍﻟﺴﻤﻮﺕ ﻭﺍﻻﺭﺽ ﺫﺍﺍﻟﺠﻼﻝ
ﻭﺍﻻﻛﺮﺍﻡ ﻭﺍﻟﻌﺰﺓ ﺍﻟﺘﻰ ﻻﺗﺮﺍﻡ
ﺍﺳﺌﻠﻚ ﻳﺎ ﺍﻟﻠﻪ ﻳﺎ ﺭﺣﻤﻦ ﺑﺤﻼﻟﻚ
ﻭﻧﻮﺭ ﻭﺟﻬﻚ ﺍﻥ ﺗﻨﻮﺭ ﺑﻜﺘﺎﺑﻚ
ﺑﺼﺮﻯ ﻭﺍﻥ ﺗﻄﻠﻖ ﺑﻪ ﻟﺴﺎﻧﻨﻲ
ﺍﻥ ﺗﻔﺮﺝ ﺑﻪ ﻋﻦ ﻗﻠﺒﻰ ﻭﺍﻥ
ﺗﺸﺮﺡ ﺑﻪ ﺻﺪﺭﻯ ﻭﺍﻥ ﺗﻐﺴﻞ ﺑﻪ
ﺑﺪﻧﻰ ﻓﺎﻧﻪ ﻻ ﻳﻌﻴﻨﻨﻰ ﻋﻠﻰ ﺍﻟﺤﻖ
ﻏﻴﺮﻙ ﻭﻻ ﻳﺆﺗﻴﻪ ﺍﻻ ﺍﻧﺖ ﻭﻻ
ﺣﻮﻝ ﻭﻻ ﻗﻮﺓ ﺍﻻ ﺑﺎﻟﻠﻪ ﺍﻟﻌﻠﻰ
ﺍﻟﻌﻈﻴﻢ ড়
অতএব রাসুলুল্লাহ (সাঃ)
ইরশাদ করেন হে আলী! এই আমল
তিন, পাঁচ বা সাত জুমআ পর্যন্ত
পড়বে। ইনশা আল্লাহ দু’আ অবশ্যই
কবুল হবে। তিনি আর ও বলেন ঐ
জাতের শপথ!
যিনি আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন।
যেকোন ও মুমিন বান্দাহ এ
দু’য়া করবে তার
দু’য়া বৃথা যাবে না।
হযরত ইবেন আব্বাস (রাঃ)
বলেন পাঁচ বা সাত জুমআ যেতেই
আলী (রাঃ) রাসুলের
দরবারে এসে আরয করলেন
ইয়া রাসুলুল্লাহ! প্রথমে আমি ৪
আয়াত পড়লে ও
মনে রাখতে পারতাম না, এখন
৪০ আয়াত পড়লে ও এমন মুখস্ত হয়,
যেন দেখে পড়ছি। হাদীস শ্রবন
করে বলার সময ভুলে যেতাম,
এখন বলার সময় একটা অক্ষরও
এদিক সে দিক হয় না।
(ফাযায়েলে কুরআন ও
মুনাজাতে মাকবুল) ।
0 Comments